বড়লেখা প্রতিনিধি :
বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, মানবিকতা, রেমিটেন্স প্রদান, আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ১০০ জন গুনি প্রবাসী ব্যক্তিত্বকে সম্প্রতি রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয়। এই ১০০ জন গুনি প্রবাসীর মধ্যে স্থান করে নেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন।
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে সিলেট সার্কিট হাউজে এই মহতি প্রবাসী সম্মাননা প্রদানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্মাননার জন্য মনোনীত প্রবাসীরা সিলেটে জড়ো হন। মুল অনুষ্ঠানের পূর্বে সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে প্রশাসনিক কর্মকর্তা ও প্রবাসীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
পরবর্তীতে কবি কাজী নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক, সিলেট পুলিশ সুপার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
এই গৌরবময় আয়োজনে বড়লেখার জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, তরুণ সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন প্রবাসী সম্মাননার জন্য মনোনীত হন।
রাষ্ট্রীয় এই সম্মাননা প্রাপ্তির অনুভুতি প্রকাশ করতে গিয়ে জাকির হোসেন প্রথমেই জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সম্মান ভবিষ্যতে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যুগিয়েছে।
উল্লেখ্য, আর্তমানবতার সেবায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে তিনি নিজ এলাকা বড়লেখায় জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার একক পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ সংগঠনটি শিক্ষাখাতসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জাকির হোসেন ১৯৮১ সালে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব দক্ষিণ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আব্দুল জব্বার ও জান্নাতুন নেছা খাতুন দম্পতির ছেলে।
অত্যন্ত মেধাবী শিক্ষার্থী জাকির হোসেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সিলেট এমসি কলেজ হতে এইচএসসি সম্পন্ন করেন। একই কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
২০০৭ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানকার স্বনামধন্য Anglia Ruskin University থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের Walpole College of Business & Management-G Admission Director হিসেবে কর্মরত। তিনি লন্ডন থেকে প্রকাশিত ‘বাংলা সংলাপ’ পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক। পাশাপাশি তিনি ব্রিটেনস্থ মুরারিচাঁদ ফ্র্যান্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি। জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ যুক্তরাজ্য শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এশিয়ান কমিউনিটি ডেভেলপমেন্ট ফোরাম ও ইকরা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের ION TV কর্তৃক মানবসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে Community Award অর্জন করেন। জাকির হোসেন বিলেতে ‘বাঙালির জীবন কথা’ নামক গ্রন্থের রচয়িতা। গ্রন্থটিতে যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের জীবনযাপন, ইতিহাস ও ঐতিহ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
ছাত্রজীবনে তিনি এমসি কলেজস্থ বড়লেখা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ছিলেন এবং বিভিন্ন সাহিত্য সাময়িকীর সম্পাদনা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। তার একটি গবেষণাকর্ম ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply