এইবেলা, বড়লেখা ::
বড়লেখার তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম আসন্ন পৌরসভা নির্বাচনে নিজের অনুসারী ও সুবিধা বঞ্চিত পৌরবাসী লোকজনের দাবীর মূখে মেয়রপ্রার্থী হতে ইচ্ছুক। ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের আভাস পেয়েই পৌরসভার বিভিন্ন এলাকার তরুণ, যুবক, বয়ঃবৃদ্ধ নারী-পুরুষ তার বাড়িতে গিয়ে মেয়র পদে নির্বাচন করতে তাকে উদ্বুদ্ধ ও মতবিনিময় সভা করছেন।
পৌরসভার গাজীটেকা আইলাপুরের বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান লতই ও পরিবহণ শ্রমিক নেতা সুমন আহমদ জানান, তরুণ ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে পৌরসভার বিভিন্ন এলাকার ২ হাজার গরীব-দুঃখী মানুষকে প্রতি রমজানে খাদ্য সহায়তা দিচ্ছেন। সকল শ্রেণীর মানুষের বিপদ-আপদে সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ান। সংক্রমণ ব্যাধি করোনায় খাদ্যসংকটে থাকা ৪ হাজার ২শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কাজ করতে গিয়ে ইতিপূর্বে প্রতিপক্ষের মিথ্যা মামলায় কারাবরণও করেছেন। তাকে পৌরমেয়র নির্বাচিত করলে পৌরসভার সার্বিক উন্নয়ন হবে জেনেই সাধারণ লোকজন তাকে মেয়রপ্রার্থী হতে চাপ দিচ্ছেন।
মেয়রপ্রার্থী তরুণ ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম জানান, গত পৌরসভা নির্বাচনেও অনুসারীরা তাকে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চাপ দিয়েছিলেন। কিন্তু রাজি হননি। দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকার লোকজন বাড়িতে এসে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার চাপ দিচ্ছেন। প্রায় প্রতিদিনই মতবিনিময় সভা করছেন। কোন রাজনৈতিক দলের ব্যানারে নয়, ভোটার-অনুসারীদের দাবীর মূখে ব্যক্তিগত ব্যানারে মেয়রপদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply