এটিএন বাংলার নতুন ধারাবাহিক সঞ্জীব দাসের “আলো-আঁধার” এটিএন বাংলার নতুন ধারাবাহিক সঞ্জীব দাসের “আলো-আঁধার” – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় তৃতীয় বারের মত জামায়াতের আমীর এমাদুল ইসলাম কুড়িগ্রাম ১১ দফা দাবীতে ডিএমএফ ও ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন নিটারে রাত পোহালেই হলফেস্ট চলছে প্রস্তুতি কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া জাতীয়তাবাদী পৌর শ্রমিকদলের সভাপতি খোকন সম্পাদক সাহাব উদ্দিন কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন বড়লেখায় যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জুয়েল রিমান্ডে জুড়ী বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়- মামলার তথ্য গোপন করে প্রধান শিক্ষকের এমপিও ভূক্তির আবেদন! কুলাউড়ায় প্রবাসীর বসতঘরে বিদ্যুতের মিটার খুলে নিলো পল্লীবিদ্যুৎ

এটিএন বাংলার নতুন ধারাবাহিক সঞ্জীব দাসের “আলো-আঁধার”

  • রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
আলো-আঁধার নাটকের পরিচালক সঞ্জিব দাস (বামে) ও অন্যান্য অভিনয় শিল্পীরা।

জিয়াউল হক জিয়া :: মহিউদ্দীন আহমেদের রচনায় ও সঞ্জীব দাসের পরিচালনায় “আলো আঁধার” ধারাবাহিক নাটকের শুটিং সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে শুরু হয়েছে। নাটকটির গুরুত্বপূর্ণ কবির চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন।

“আলো-আঁধার” নাটকের পটভূমি গড়ে উঠেছে একটি ধনাঢ্য পরিবারের গল্প নিয়ে। কবির পরিবারের আদরের ছেলে। সবার চেয়ে মা তাকে বেশি ভালোবাসেন। বিবাহিত কবিরের সংসাব ভালই চলছিলো। একসময় স্ত্রীর বান্ধবীর সাথে পরকিয়া প্রেমের জটিলতার কারণে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার। এরপর কিছুদিনের মধ্যে কবির আবার পারিবারিকভাবে গ্রামের একটি মেয়েকে বিয়ে করে ঢাকায় চলে যায়। চলতে থাকে আরও কিছু জটিলতা। এদিকে ফারহানা একজন গৃহবধূ। ধনাঢ্য পরিবারের মেয়ে হওয়ার কারণে তার স্বামী শ্বশুরবাড়ি থেকে মাঝে-মধ্যেই টাকা আনতে চাপ তৈরি করে। পরে এ নিয়েও এক বিড়ম্বনায় পড়েন ফারহানা।

নাটকের একপর্যায়ে দেখা যাবে মাফিয়া ডন মুন্তাসিরের টার্গেটে পড়েন ধনাঢ্য কন্যা জেরিন। যে কারনে জেরিনের জীবনে নেমে আসে বিশাল কালো অধ্যায়। পারিবারিক সমস্যা, শ্রেণি বিভেদ, মানবিকতা ও আধুনিক ঢাকার কিছু সমস্যা নিয়েই ধারাবাহিক নাটকটির গল্প নিয়ে এগিয়ে যাবে।

ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে পরিচালক সঞ্জীব দাস বলেন, ‘অনেকদিন পর একটি ভাল গল্প নিয়ে কাজ করছি। শিল্পী কলাকৌশলী সকলেই একটি পরিবারের মতো একসাথে একে অপরকে সহযোগীতা করে সুন্দরভাবে কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি মনে করি একটি সঠিক টিম ওয়ার্ক থাকলে অক্লান্ত পরিশ্রম শেষে একটি সুন্দর প্রোডাকশন উপহার দেওয়া সম্ভব।’

ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে আনিসুরি রহমান মিলন বলেন, ‘এ ধরনের গল্প ও চরিত্রে প্রথম অভিনয় করছি। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি দর্শক নাটকটি আগ্রহ নিয়েই দেখবেন।’

ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন. সমু চৌধুরী, মাহামুদুল ইসলাম মিঠু, লাক্সতারকা ইসরাত জাহান চৈতী, নাসিমা খানম প্রিমা, তানিয়া বৃষ্টি, শেলী আহসান, অপু আহমেদ, তানভীর মাসুদ, নুসরাত জান্নাত রুহি, ইমরান হাসো, দ্বীপ রাজ, সিরাজ আহমেদসহ অনেকে । ক্রাউন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে। নাটকটির নির্বাহী প্রযোজক আল-আমিন ভুইয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews