কুলাউড়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলাউড়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করেপাকা ঘর নির্মাণের অভিযোগ : বনবিভাগ- খাসিয়াদের মধ্যে উত্তেজনা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা কুড়িগ্রামে আপন চাচির বটির কোপে ২ বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ বড়লেখায় ঝড়ে উড়ে গেছে পৌরভবনের চাল-ব্যাপক ক্ষয়ক্ষতি, অধিকাংশ এলাকা বিদ্যুতহীন বড়লেখায় ব্যবসায়ির ভূমির গাছ চুরি-চার আসামির ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা

কুলাউড়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • রবিবার, ১২ মার্চ, ২০২৩

এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় শনিবার (১১ মার্চ) বিকেলে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মোমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জেবুন নেছা জাবেদুর, প্রকল্প পরিচালক মো: রকিব উদ্দিন, কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা উইংয়ের সিনিয়র সহকারী যুগ্মসচিব তাসলিমা আহমেদ পলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ প্রমুখ।

বক্তব্যকালে যুগ্মসচিব বলেন, কৃষিখাতে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় প্রবাসী অধ্যুষিত এই সিলেট অঞ্চল এখনও অনেক পিছিয়ে। তাই এই অঞ্চলের কৃষি খাতকে উন্নতির লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রনালয়। ইতোমধ্যে সিলেটের পতিত জমি কৃষির উপযোগী করার জন্য প্রায় আড়াইশ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদফতর। সিলেট বিভাগের ৪টি জেলার ৪০টি উপজেলা নিয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২৬ সালে শেষ হবে। আর এ প্রকল্পটি বাস্তবায়ন হবে সরকারের নিজস্ব অর্থায়নে। এরফলে সিলেট অঞ্চলের কৃষকগন বেশ উপকৃত হবেন।

যুগ্মসচিব আরও বলেন, বিগত করোনাকালীন সময়ে বিশ্ববাজারে সবকিছুর উপর প্রভাব পড়লেও কৃষি বিভাগের বিচক্ষন পরিকল্পনায় আমাদের দেশে কৃষিখাতে তেমন প্রভাব পড়েনি। সারাবিশে^ কৃষিপণ্যের দাম উর্ধ্বমূর্খী, সে তুলনায় বাংলাদেশের কৃষিপণ্য অনেকটা স্থিতিশীল। এসময় যুগ্মসচিব উপস্থিত কৃষকদের কাছ থেকে কৃষিখাতে সমস্যার কথা শুনতে চাইলে, অধিকাংশ কৃষকই জানান সেচ সমস্যার কথা।

এসময় কৃষকরা গভীর নলকূপ স্থাপনের দাবী জানালে প্রধান অতিথি আশ্বস্থ করে বলেন, যত দ্রুত সম্ভব কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা নির্বাচন করে গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews