বড়লেখায় মাস্ক ব্যবহার না করায় ৩৮ ব্যক্তিকে জরিমানা বড়লেখায় মাস্ক ব্যবহার না করায় ৩৮ ব্যক্তিকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন

বড়লেখায় মাস্ক ব্যবহার না করায় ৩৮ ব্যক্তিকে জরিমানা

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২০

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত কল্পে রোববার বিকেলে উপজেলা প্রশাসন পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এতে ৩৮ ব্যক্তিকে ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে জেলা প্রশাসকের নির্দেশে বড়লেখা উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরার নেতৃত্বে পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাস্ক ব্যবহার না করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করায় দুটি ভ্রাম্যমাণ আদালত ৩৮ টি মামলায় ৩৮ ব্যক্তিকে ৭৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত এসময় জনগণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এসময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের নেতৃত্বে পুলিশ মোবাইল কোর্টকে সহযোগিতা করে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews