বড়লেখায় চা শ্রমিকদের চেক বিতরণ কার্যক্রমের সমাপ্তি বড়লেখায় চা শ্রমিকদের চেক বিতরণ কার্যক্রমের সমাপ্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :

বড়লেখায় চা শ্রমিকদের চেক বিতরণ কার্যক্রমের সমাপ্তি

  • বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

এইবেলা, বড়লেখা ::

বড়লেখার ১৬টি চা বাগানের ১৮৬৯ জন চা শ্রমিককে সরকারী অনুদানের চেক বিতরণের কার্যক্রম মঙ্গলবার সমাপ্ত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিউ সমনবাগ চা বাগানের ৪১৪ জন হত দরিদ্র চা শ্রমিককে অনুদানের চেক প্রদানের মাধ্যমে চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসুচির ২০১৯-২০ অর্থবছরের অনুদান প্রদান কর্মসুচির সমাপ্তি হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার ১৬টি চা বাগানের ১৮৬৯ জন চা শ্রমিককে ২০১৯-২০ অর্থ বছরে জীবন মান উন্নয়ন কর্মসুচির আওতায় জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদানের জন্য সর্বমোট ৯৩ লক্ষ ৯৫ হাজার টাকা সরকারী অনুদান পাওয়া যায়।

গত ৮ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মঙ্গলবার নিউ সমনবাগ চা বাগানের সংশ্লিষ্ট চা শ্রমিকদের চেক প্রদানের মাধ্যমে এ কর্মসুচির সমাপ্তি হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews