জুড়ীতে সামাজিক বনায়নের উপকারভোগী মনোনয়নে অনিয়মের অভিযোগ জুড়ীতে সামাজিক বনায়নের উপকারভোগী মনোনয়নে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত : আটক ৪৪ ফেসবুকে অশ্লীল পোষ্ট- বড়লেখায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা কুড়িগ্রামে আ’লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ  আত্রাইয়ে কলেজের শ্রেণীকক্ষের টিনের ছাউনিতে পলিথিন দিয়ে চলছে পাঠদান হলোখানায় বাড়ির পাশেই মিললো ৯ম শ্রেণির স্কুলছাত্রীর লাশ কমলগঞ্জে বিকাশ প্রতারক চক্রের সদস্য জনতার হাতে আটক ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন থেকে বড়লেখা ভূমি অফিসে খতিয়ান জালিয়াতি : প্রধান সহকারিসহ ৪ জন গেলেন জেলে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মননে ও ভাবনায় প্রাসঙ্গিক থাকবেন চিরকাল কুলাউড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অর্থ বিতরণের তালিকা নিয়ে তোলপাড়!

জুড়ীতে সামাজিক বনায়নের উপকারভোগী মনোনয়নে অনিয়মের অভিযোগ

  • বুধবার, ১৮ আগস্ট, ২০২১

লাখ লাখ টাকার আগর ও আকাশমনী গাছ পাচার

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী বনবিভাগের পুঁটিছড়া বনবিট কর্মকর্তা প্রদীপ চন্ড মন্ডলের বিরুদ্ধে সামাজিক বনায়নে উপকারভোগী সিলেক্টে উৎকোচ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তার এসব অনিয়মের ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীরা সোমবার পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপির নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পুঁটিছড়া বিটের আওতাধীন সংরক্ষিত বনের প্রায় ২৫ হেক্টর জমিতে সামাজিক বনায়নের উদ্যোগ নেয় বনবিভাগ। এক পরিবার থেকে ১ জন উপকারভোগী নির্বাচনের নিয়ম থাকলেও পুঁটিছড়া বিট কর্মকর্তা প্রদীপ চন্ড মন্ডল প্রকৃত অনেককে বঞ্চিত করে ১৫-২০ হাজার উৎকোচ আদায় করে এক পরিবার থেকে ৩-৪ জন উপকারভোগী নিয়ে সর্বমোট নিয়োগ ৬৫ জন উপকারভোগী সিলেক্ট করেছেন। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, ইউপি সদস্য নূর উদ্দিন, সাইফুল ইসলামসহ অনেকে অভিযোগে করেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ম বর্হিভুতভাবে বিট কর্মকর্তা প্রদীপ চন্ড মন্ডল স্থানীয় কাছিম আলীর পরিবার থেকে ৩ জন, আব্দুস সালাম সোহাগের পরিবার থেকে ৪ জন, সাদিম আলীর পরিবার থেকে ৩ জনসহ অসংখ্য পরিবার থেকে একাধিক ব্যক্তিকে উপকারভোগী সিলেক্ট করেছেন। এছাড়া ২০০১-০২ সালে বনায়নকৃত আগরগাছ ও ২০০৭-০৮ সালে সৃজিত লাখ লাখ টাকার আকাশমনি গাছ রাতের আধারে তিনি পাচার করেছেন।

এব্যাপারে জানতে পুঁটিছড়া বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডলের সাথে সোমবার ও মঙ্গলবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনবন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বনবিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো আলাউদ্দিন জানান, এসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। কেউ তাকে অভিযোগ দেননি। বনমন্ত্রী বরাবরে যখন অভিযোগ দেওয়া হয়েছে, তখন উর্ধ্বতন মহল তদন্ত করে ব্যবস্থা নিবেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews