কুলাউড়ার মুক্তিযোদ্ধা পরিবারের ৩ হাজার পান গাছ কেটেছে দুর্বৃত্তরা কুলাউড়ার মুক্তিযোদ্ধা পরিবারের ৩ হাজার পান গাছ কেটেছে দুর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১১ মে ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় রাজনগরে প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার : শরীরে ছুরিকাঘাতের চিহ্ন কাতারে কুলাউড়ার দুই সাংবাদিক সংবর্ধিত উপজেলা চালু থেকে বড়লেখায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন একই ধারায় বড়লেখায় উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান সিলেটের ১১ উপজেলায় বিজয়ীরা কে কতো ভোট পেলেন রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙগালীকে আলোর পথ দেখায়: পরিকল্পা প্রতিমন্ত্রী সিভিল সার্ভিস সোসাইটির সদস্যদের নিয়ে কমলগঞ্জে আরডব্লিউডিও’র সমাপনী সভা কমলগঞ্জে অগ্নিকান্ডে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই কাতালোনিয়ার নির্বাচনে ইআরসির পক্ষে বাংলাদেশি প্রার্থীর সংবাদ সম্মেলন

কুলাউড়ার মুক্তিযোদ্ধা পরিবারের ৩ হাজার পান গাছ কেটেছে দুর্বৃত্তরা

  • মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সেগুনটিলায় এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩ হাজার পান গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে এলাইচ মিয়া বাদি হয়ে ৬ জনের নামোল্লেখ করে এবং আরও ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামী করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, প্রয়াত মুক্তিযোদ্ধা সিদ্দেক আলীর ছেলে এলাইচ মিয়া দীর্ঘদিন থেকে সেগুন টিলা পুঞ্জিতে পান চাষ করে আসছেন। পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় নলডরি ও পূর্বফটিগুলি গ্রামের কতিপয় দুষ্কৃতিকারী মঙ্গলবার ০৭ ডিসেম্বর গভীর রাতে (অনুমানিক ৩টায়) তাদের পান জুমে অনধিকার প্রবেশ করে ৩ হাজার পান গাছ কেটে ফেলে। এতে তাদের ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

সরেজমিন মঙ্গলবার ০৭ ডিসেম্বর ক্ষতিসাধনকৃত সেগুন টিলা পান জুমে গেলে প্রয়াত মুক্তিযোদ্ধা সিদ্দেক আলীর স্ত্রী তরিবুন বিবি (৬৫) কান্নাজড়িত কন্ঠে জানান, আমাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পান গাছ কেটে ফেলায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এই পানজুমে কর্মরত ৫-৭টি পরিবার এই পান জুমে কাজ করতো। তাদেরও এখন না খেয়ে থাকতে হবে।

পান জুমের পাহারাদার বাবুল মিয়া জানান, আমি পান জুমে টর্চ লাইটের আলোতে দুষ্কৃতিকারীদের পান গাছ কাটতে দেখি এবং চিনতে পারি। এসময় দুষ্কৃতিকারীরা উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। থানায় মামলা করলে দুষ্কৃতিকারীরা খুন করারও হুমকি দেয়।

থানায় মামলা দায়েরের পর কুলাউড়া থানার এসআই পরিমল মালাকার ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews