বড়লেখায় ৭১ নবীন শিক্ষককে বরণ ও বিদায়ী ২৫ শিক্ষককে সংবর্ধনা বড়লেখায় ৭১ নবীন শিক্ষককে বরণ ও বিদায়ী ২৫ শিক্ষককে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বড়লেখায় ৭১ নবীন শিক্ষককে বরণ ও বিদায়ী ২৫ শিক্ষককে সংবর্ধনা

  • রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ৭১ জন সহকারি শিক্ষকের নবীন বরণ ও বিদায়ী ২৫ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির (ভার্চুয়ালি সংযুক্ত হয়ে) বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

বিদায়ী শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহিলা বিষয়ক সম্পাদক সহকারি শিক্ষক ফারহানা ফেরদৌস জ্যোসনা।

উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি নূরুল হকের সভাপতিত্বে সহকারি শিক্ষক নাজিম উদ্দিন ও সুমিতা ভট্টাচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউআরসি’র ইনষ্ট্রাক্টর কাজী মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষক নেতা প্রধান শিক্ষক মঞ্জু লাল দে, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সল আল কয়েছ চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়েদে আযম, বিদায়ী শিক্ষক বকুল চন্দ্র দেব নাথ, নবাগত সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম আবির প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন প্রধান শিক্ষক আতাউর রহমান, নিধুভূষন নাথ, সহকারি শিক্ষক সাবলু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews