কলেজ ছাত্রকে উঠিয়ে মধ্যযুগীয় নির্যাতন উল্টো মামলা দিয়ে পুলিশে সোপর্দ কলেজ ছাত্রকে উঠিয়ে মধ্যযুগীয় নির্যাতন উল্টো মামলা দিয়ে পুলিশে সোপর্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করেপাকা ঘর নির্মাণের অভিযোগ : বনবিভাগ- খাসিয়াদের মধ্যে উত্তেজনা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা কুড়িগ্রামে আপন চাচির বটির কোপে ২ বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ

কলেজ ছাত্রকে উঠিয়ে মধ্যযুগীয় নির্যাতন উল্টো মামলা দিয়ে পুলিশে সোপর্দ

  • মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

স্টাফ রিপোর্ট::

মৌলভীবাজারের জুড়ী তৈয়বুন্নেছা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্র আব্দুর রহমান তামবির (১৮)কে জোরপূর্বক উঠিয়ে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ ছাত্র তামবির সোমবার (২২ মে) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সি.আর-১০৪/২০২৩) দায়ের করেছে। বিজ্ঞ আদালত আগামী ১৮ জুলাই তদন্তপূর্বক চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই মৌলভীবাজারকে নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের মাহবুবুর রহমানের পুত্র আব্দুর রহমান তামবির গত ১৩ মে এইচএসসি পরীক্ষার কাগজপত্র ফটোকপি করার জন্য বাড়ী থেকে বের হয়ে দাশেরবাজারে গিয়ে ফটোকপি করে বাড়ি ফিরছিলেন। দাশের বাজার গ্রামীণব্যাংক শাখার সামনে পৌঁছা মাত্র আগে থেকে একটি গাড়ী নিয়ে উৎপেতে থাকা একই গ্রামের হক্কুল ইসলামের নির্দেশে তারই পুত্র ফরহাদ (২২), আল আমিন (২০), মৃত হাছন রাজার পুত্র বদরুল ইসলাম (৫০) ও নুরুল ইসলাম (৫৫) গাড়ী থেকে নেমে পথরোধ করে দাঁড়ায়। তামবির কোন কিছু বুঝে উঠার আগেই আসামীরা তাকে ঝাঁপটে ধরে গাড়িতে উঠিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় গাড়ী থেকে নামিয়ে তামবিরের হাত-পা রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ডান হাতে রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে আসামীরা লাঠিসোটা দিয়ে মধ্যযুগীয় কায়দায় এলোপাতারি পিটিয়ে আহত করে নগদ টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেয়। পরে আসামীরা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশ এনে তামবিরকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে ৫৫১ ধারায় আদালতে চালান দেয়। খবর পেয়ে তামবিরের পিতা মাহবুবুর রহমান তাকে আদালত থেকে জামিনে মুক্ত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কলেজ ছাত্র তামবির তার উপর নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। সে জানায়, সন্ত্রাসীরা একটি রাজনৈতিক দলের সদস্য। তারা খুুবই প্রভাবশালী এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ডের সাথে জড়িত। সে তার উপর বর্বর নির্যাতনের বিচার দাবী করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews