কুলাউড়ায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের বৃক্ষ রোপন, চারা বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগীতা কুলাউড়ায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের বৃক্ষ রোপন, চারা বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগীতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময় জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করেপাকা ঘর নির্মাণের অভিযোগ : বনবিভাগ- খাসিয়াদের মধ্যে উত্তেজনা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা কুড়িগ্রামে আপন চাচির বটির কোপে ২ বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

কুলাউড়ায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের বৃক্ষ রোপন, চারা বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগীতা

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩

এইবেলা কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়ায় “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” শ্লোগানে কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ, হেড কোয়াটার্সের ডিআইজি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ও বন অধিদফতরের উপ সচিব নাজনিন আক্তারের পৃষ্ঠপোষকতায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

অনুষ্ঠানে আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেনের সভাপতিত্বে ও জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য বন বিভাগ কুলাউড়ার রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, বিট কর্মকর্তা আলী আহমদ, উদীচী শিল্পী গোষ্ঠি কুলাউড়ার শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মহিবুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠি কুলাউড়ার শাখার সহ সাধারণ সম্পাদক নান্টু দাস, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা ইয়াসমিন, চিরশ্রী তালুকদার, জাহেদা বেগম,বিপাশা দত্ত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জামিল ইসলাম। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ। সহযোগিতায় ছিলো কুলাউড়া মুক্ত স্কাউটসের একটি দল।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা পাঁচ জাতের গাছের চারা রোপন করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করা হয়।

সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাংকন প্রতিযোগিতা বিচারকের দায়ীত্ব পালন করেন চারুহাট চিত্রাংকন একাডেমির পরিচালক, প্রশিক্ষক জিয়াউল হক জিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews