জুড়ীতে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন জুড়ীতে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করেপাকা ঘর নির্মাণের অভিযোগ : বনবিভাগ- খাসিয়াদের মধ্যে উত্তেজনা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা কুড়িগ্রামে আপন চাচির বটির কোপে ২ বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ

জুড়ীতে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

  • মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের ফুটপাত, রাস্তার উপর, বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা কাঁচা বাজার উচ্ছেদ করে সরকার নির্ধারিত বাজারে স্থানান্তর করার দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেছেন ব্যবসায়ীবৃন্দ।

মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় জুড়ী শিশুপার্ক চত্বরে অনুষ্টিত মানববন্ধনে ব্যবসায়ী সাইফুর রহমান, মামুন মিয়া, তারা মিয়া, আশু দে, শিমুল মিয়া, আসুক আহমদ, সাদত হোসেন, শুকুর মিয়া, ফারুক মিয়া, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন- ঐতিহ্যবাহী জুড়ী কামিনীগঞ্জ বাজার থেকে সরকার প্রতি বছর ৬০-৮০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকেন। কিন্তু একটি কুচক্রীমহল এ বাজারটি ধ্বংস করার পায়তারায় লিপ্ত হয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শহরের যত্রতত্র অবৈধ ভাবে কাঁচা বাজার বসানো হয়েছে। শিশুপার্ক চত্বর, ডাকঘর সড়ক, বাস স্ট্যান্ড এলাকা, ভবানীগঞ্জ বাজার, রেল সেতুর নিচ, বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরসহ বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে মাছ, শাক-সবজি, ফলসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়। ভ্যান গাড়ীতে বিভিন্ন মালামাল নিয়ে জুড়ী সেতু দখল করে পথচারীদের চরম ভোগান্তিতে ফেলা হয়।

অতিসম্প্রতি বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে ব্যক্তি মালিকানাধীন জায়গায় কাঁচা বাজার খোলে দেয়া হয়েছে। এতে করে মূল বাজার মার খাচ্ছে এবং স্থায়ী ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মূখীন হচ্ছেন। এমতাবস্থায় অবৈধ কাঁচা বাজার উচ্ছেদ করে মূল বাজারে স্থানান্তর, সড়ক-ফুটপাত দখলমুক্ত করে যানজট মুক্তকরণ এবং শিক্ষার্থী ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার দাবী জানানো হয়। পরে মিছিল সহকারী গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews