দক্ষিণ সুরমায় নকল সোনা বিক্রিতে সক্রিয় অসাধু নারী চক্র দক্ষিণ সুরমায় নকল সোনা বিক্রিতে সক্রিয় অসাধু নারী চক্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করেপাকা ঘর নির্মাণের অভিযোগ : বনবিভাগ- খাসিয়াদের মধ্যে উত্তেজনা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা কুড়িগ্রামে আপন চাচির বটির কোপে ২ বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ বড়লেখায় ঝড়ে উড়ে গেছে পৌরভবনের চাল-ব্যাপক ক্ষয়ক্ষতি, অধিকাংশ এলাকা বিদ্যুতহীন বড়লেখায় ব্যবসায়ির ভূমির গাছ চুরি-চার আসামির ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা

দক্ষিণ সুরমায় নকল সোনা বিক্রিতে সক্রিয় অসাধু নারী চক্র

  • শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

দক্ষিণ সুরমা প্রতিনিধি :: গ্রামের সহ সরল মানুষকে ধোকা দিয়ে খাটি সোনা বলে নকল সোনা বিক্রি করেছে একটি চক্র। এ চক্রগুলো সক্রিয় রয়েছেন সিলেট নগরী ও আশপাশ এলাকায়। গত বছরখানেক আগ থেকেই মহিলা চুর চক্রের সঙ্গবদ্ধ দল শপিং কমপ্লেক্স, ডাক্তারদের চেম্বারসহ পথচারীদের বেকায়দায় ফেলে হাতিয়ে টাকা, অলঙ্কারসহ মুল্যবান জিনিসপত্র। এ চক্রটিকে ধরতে বিভিন্ন সময় অভিযান অব্যাহত রেখেছে এসএমপি পুলিশ।

অভিনব কায়দায় বিক্রি করার চেষ্টা করলে ১৯ আগষ্ট শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার থানাধীন দক্ষিণ বলদী গ্রামের হেলাল স্ত্রী’ও কাছে স্বর্ণ বিক্রি করতে গেলে হাতে নাতে ধরা পরে একজন নারী । সুলতানা বেগম নামের এই নারী স্বর্ণ দেখায়। স্বর্ণগুলো নিয়ে সন্দেহ্ন সৃষ্টি হলে হেলাল মিয়ার চাচাতো ভাই পারুল মিয়ার কাছে নিয়ে আসলে তিনি নিশ্চিত হন যে স্বর্ণটি নকল। এসময় সুলতানা বেগমকে জেরা করা শুরু করলে সে হিমশিম শুরু করে এবং নিজেকে বলদি এলাকায় বাসিন্দা বলে পরিচয় দিতে থাকে। পরে জনতার চাপে সে তার আসল পরিচয় প্রকাশ করে। তার নাম সুলতানা বেগম (৩০) গোলাপগঞ্জ থানার ফুলবাড়ি ইউনিয়নের মোকাম টিলা গ্রামের শুকুর আলী’ মেয়ে এবং মাসুক মিয়ার স্ত্রী এবং সে স্বামীকে নিয়ে বর্তমান দক্ষিণ সুরমার পিরিজপুর এলাকায় বসবাস করছে।

গোপন সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার ভার্থখলা মসজিদ বাজারে এই সোনা চক্রের সদস্যরা নকল সোনা ও সোনা নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রতারক সুলতানা বেগম ও তার সহযোগীরা অভিনব কায়দায় নকল সোনা বিক্রি কালে ২০২০ সালে নগরীর মহাজনপন্টি এলাকায় সোনা বিক্রি পালিয়ে গেলে তাদেরকে বন্দরবাজার এলাকায় জনতা আটক করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি জি,আর ১০৬/২০২০ নং মামলা রয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সামছুদ্দোহা পিপিএম জানান, এই চক্রটি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীরা যদি অভিযোগ করেন, তাহলে তদন্তপূর্বক সিন্ডিকেট ভাঙতে পুলিশ কাজ করবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews