বিএনপি না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে-পরিবেশমন্ত্রী বিএনপি না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময় জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করেপাকা ঘর নির্মাণের অভিযোগ : বনবিভাগ- খাসিয়াদের মধ্যে উত্তেজনা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা কুড়িগ্রামে আপন চাচির বটির কোপে ২ বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বিএনপি না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে-পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

বড়লেখা প্রতিনিধি:

নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ না থাকায় বিএনপি নির্বাচনে আসেনি মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘এই দেশের মালিক হচ্ছে জনগণ। তারা যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। অথচ বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে তাদের বিদেশী প্রভুদের কাছে শলাপরামর্শ করে ক্ষমতায় যেতে চায়। সেই কারণে এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে ঘোষণা করেছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের বড়লেখা হাজীগঞ্জ বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।

শাহাব উদ্দিন বলেন, ‘বিএনপি নির্বাচনে না এসে ২০১৪ সালের মতো মানুষ পুড়িয়ে মারছে, গাড়ি পুড়াচ্ছে। কিন্তু দেশের মানুষ তাদের কথায় কান দিচ্ছে না। তারা অরাজকতা করে ২০১৪ সালের নির্বাচন বন্ধ করতে পারেনি। তারা আবারও মানুষ পুড়িয়ে, গাড়ি পুড়িয়ে, অরাজকতা সৃষ্টি করে ২০২৪ সালের নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু এই নির্বাচনও বন্ধ করতে পারবে না। ৭ জানুয়ারি নির্বাচন হবেই। সকাল থেকে শত শত মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে প্রমাণ করবে, এই দেশের জনগণ বিএনপিকে বর্জন করেছে। অতীতে ১৫ বছর আর সামনে আরও ৫ বছরের জন্য।’

পরিবেশমন্ত্রী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা স্বাধীনভাবে ভোট দেবেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বড়লেখা-জুড়ীতে শতকরা ৮০ ভাগ মানুষ ভোট প্রদান করবে, ভোটের মাধ্যমে মানুষ সেটা প্রমাণ করে দেবে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি না আসলেও নির্বাচন প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হচ্ছে। বিএনপি-জামায়াত আসলে আমাকে একজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ¦ীতা করতে হতো। কিন্তু এখন আমাকে তিন জনের সাথে প্রতিদ্ব›িদ্বতা করতে হচ্ছে। সারাদেশেও প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচন হচ্ছে। সেই প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচনে শেখ হাসিনা বিশ^বাসীকে দেখিয়ে দিতে চান, অবাদ এবং সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়। কিভাবে দেশের মানুষ অবাদ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রাতনিধি নির্বাচিত করেছে। সেই চ্যালেঞ্জ হচ্ছে ৭ জানুয়ারির নির্বাচন।’

শাহাব উদ্দিন জনসভায় জনতার উদ্দেশ্যে আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশে ব্যাপক উন্নয়ন করেছে। আমার নির্বাচনী এলাকায় আমি ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়নের কারণে আপনাদের (ভোটের ওপর) আমাদের হক আছে। আপনারা আমাকে বারবার ভোট দিয়ে জয়ী করেছেন। জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করেছেন। এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ^াস করি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা এবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। জননেত্রী শেখ হাসিনার নৌকাকে জয়ী করবেন।’

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা বারের পিপি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews