বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোটারের ভোট কেন্দ্রের অবস্থান ৫নং ওয়ার্ডের ভৌগলিক সীমানায়। এতে প্রায় ২০ বছর ধরে সহস্রাধিক ভোটার স্থানীয় সরকার নির্বাচনে ভোগান্তির শিকার হচ্ছেন। এব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী সম্প্রতি সংশ্লিষ্ট ওয়ার্ডে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবীতে জেলা নির্বাচন অফিসার বরাবর দরখাস্ত করেছেন।
ভুক্তভোগী ভোটারদের দরখাস্ত সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে সরকারি নির্দেশে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ৩টি ওয়ার্ডকে ৯টি ওয়ার্ডে রূপান্তরের কারণে পূর্ব-শংকরপুর (টলারকোনা) ও পূর্ব-লঘাটি গ্রাম দু’টি ৫ নং ওয়ার্ডের আওতায় চলে যায়। এ ওয়ার্ডের শেষপ্রান্তে পূর্ব-শংকরপুর বেসরকারি (বর্তমানে সরকারি) প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপিত হয়। দুই গ্রামের শেষপ্রান্তে অত্যন্ত দূরবর্তী স্থানে ভোটকেন্দ্রটি হওয়ায় সহস্রাধিক ভোটার ভোট প্রদানে ভোগান্তির শিকার হয়ে আসছেন। এছাড়া পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে অথচ সেখানেই ৫নং ওয়ার্ডের ভোটকেন্দ্র স্থাপন করা হয়। আসন্ন ইউপি নির্বাচনে ভোটারদের দুর্ভোগ লাঘবে পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি ৫নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থান দাসেরবাজার আদর্শ কলেজে স্থানান্তর জরুরি হয়ে উঠেছে।
সরেজমিনে গেলে লঘাটি গ্রামের ভুক্তভোগী ভোটার দিলীপ দাস, অনুপ দেব, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস দুঃখী, সিরাজ উদ্দিন, পূর্ব-শংকরপুর (টলারকোনা) গ্রামের ভোটার সুশিল মালাকার, আতাউর রহমান, মোস্তফা উদ্দিন প্রমূখ জানান, ৬নং ওয়ার্ডের ভোটারের ভোট কেন্দ্র ৫নং ওয়ার্ডের পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হওয়ায় প্রায় দেড় হাজার ভোটারের সহ¯্রাধিক ভোটারই অত্যন্ত দূরবর্তী। এই সেন্টারটি দুইটি গ্রামের একেবারে শেষপ্রান্তে। ভোটাররা ভোট দিতে গিয়ে ভোগান্তি পোয়ান। মহিলারা ভোট প্রদানে বঞ্চিত হন। ৫ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানেই দাসেরবাজার আদর্শ কলেজের অবস্থান। পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি কলেজে স্থানান্তর করলে সব ভোটারেরই সুবিধা হবে।
উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমান জানান, দরখাস্তের প্রেক্ষিতে তিনি ও জেলা নির্বাচন অফিসার এ ভোট কেন্দ্র ও ভোটার এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।#
Leave a Reply