বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ইউপি নির্বাচনে পরাজিত দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ‘নৌকা’র বিজয়ী প্রার্থী এনাম উদ্দিনের সমর্থক ছাত্রলীগ কর্মী কামরান আহমদের (২১) ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। এই ঘটনায় থানায় মামলার তিন দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আহত কামরানের স্বজনরা। তবে পুলিশ বলছে, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
আহত ছাত্রলীগ কর্মী কামরানের বড়ভাই দক্ষিণভাগ উত্তর ইউপি ছাত্রলীগ সভাপতি কাওছার আহমদ এ হামলার ঘটনায় ১১ জনের নামোল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে ৩ ডিসেম্বর থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন, দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক রাসেল আহমদ, এপলু আহমদ, মুহিবুর রহমান, দেলোয়ার হোসেন, জাবেদ আহমদ, নাঈম আহমদ, শিপলু আহমদ, জুনেদ আহমদ, কুতুব উদ্দিন, আব্দুর রউফ ও আবেদ আহমদ। তারা সকলেই দক্ষিণভাগ উত্তর ইউপির রুকনপুর গ্রামের বাসন্দিা। আহত কামরান আহমদ ইউনিয়নের মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, কামরান আহমদ সদ্য সমাপ্ত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে ‘নৌকা’ প্রার্থীর এনাম উদ্দিনের সমর্থক। বিবাদিরা আওয়ামী লীগের দুইজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থক। বিবাদীরা নির্বাচনের প্রচার-প্রচারণার জেরসহ বিভিন্ন কারণে কামরানকে হুমকিÑধমকি দিয়ে আসছিল। নির্বাচনে ‘নৌকা’ প্রার্থী এনাম উদ্দিন বিজয়ী ও বিবাদীদের প্রার্থীরা পরাজিত হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ২৮ নভেম্বর রাতে রুকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘নৌকা’ সমর্থক ছাত্রলীগ কর্মী কামরান আহমদের ওপর দা, রড ও লাঠিসোটা নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। পরে তাকে মৃত ভেবে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ‘নৌকা’ প্রার্থীর সমর্থকের ওপর হামলার ঘটনায় আহত ব্যক্তির ভাই থানায় মামলা করেছেন। মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#
Leave a Reply