কুড়িগ্রাম প্রতিনিধি ::
কোভিড- ১৯ প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম সুষ্ঠ, সুন্দর সফলভাবে পরিচালনার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলী, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারী সারাদেশে ১ কোটি লোককে করোনা ভাইরাসের টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সেই লক্ষ্যেই আজকের এই প্রস্তুতি সভা। টিকা প্রদান সুষ্ঠ, সুন্দর সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান। যারা এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নেয়নি তাদেরকে আগামী ২৬ ফেব্রুয়ারী টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনারও আহ্বান জানান তিনি।#
Leave a Reply