বড়লেখা প্রতিনিধি ::
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সাধারণ জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছুই করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের যেন কষ্ট না হয়, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে কিনতে পারে সেজন্য টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে সরকার।
রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যবিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরো বলেন, টিসিবির পণ্য যেন সঠিক মানুষ সঠিকভাবে পায় তা নিশ্চিত করতে হবে। সঠিক মাপে ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তিনি নির্দেশ প্রদান করেন। আসন্ন রমজানে মানুষের কষ্ট না হয় তা নিশ্চিত করবে সরকার।
ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিন প্রমুখ।
এর আগে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply