জুড়ী প্রতিনিধি :: বনবিভাগের তিন দফা বাধার পরও মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনের ভেতরে কাঁচা রাস্তা পাকাকরণের কাজ এখনো বন্ধ করেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে এলজিইডি প্রকৌশলী মো. আব্দুল মতিন বলেন মৌখিকভাবে ঠিকাদারকে কাজ বন্ধের নির্দেশ দিয়েছি।
এদিকে বনবিভাগ কর্মকর্তা সোমবার বিকেলে জানান, কাজ এখনো বন্ধ করেনি ঠিকাদার। বনবিভাগ থেকে কোন অনুমোদন না নেয়ায় কাজ বন্ধ রাখতে বন বিভাগের পক্ষ থেকে এলজিইডির উপজেলা প্রকৌশলীকে তিন দফা চিঠি দেয়া হয়েছে।
লাঠিটিলা বিটের বিট অফিসার মোঃ সালাহ উদ্দিন মুঠোফোনে বলেন, লাঠিটিলা এলাকার পুরাতন সেগুন বাগানের ভেতরে কাঁচা রাস্তা পাকা করণের জন্য এক্সেভেটর দিয়ে রাস্তা খোদাই করে বক্স করা হচ্ছে। সোমবার আমি সরেজমিন দেখে এসেছি কাজ পুরোদমে চলছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সাইদুল ইসলাম মুঠোফোনে বলেন, এলজিইডি থেকে ওয়ার্ক অর্ডার পেয়েই আমি কাজ শুরু করেছি। এখন সরকারের দুই বিভাগের ঠেলাঠেলিতে আমি বেকায়দায় পড়েছি। রাস্তার পুরো কাজের মালামাল প্রস্তুত রাখার পর কাজ শুরু করলে বনবিভাগ আপত্তি দেয়। এখন উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজ বন্ধ রাখতে বলেন আবার মন্ত্রী বলেন কাজ শুরু করতে। কারণ মন্ত্রী শাহাব উদ্দিন মহোদয়ের ডিও লেটারের ভিত্তিতে এখানে কাজ করা হচ্ছে। বর্ষা মৌসুম চলছে এখন যদি কাজ শেষ করতে না পারি তাহলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবো। তাছাড়া এলাকার লোকজন দূর্ভোগে পড়বেন। এক কিলোমিটার রাস্তার পুরো মাটি কাটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
জুড়ী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মুঠোফোনে বলেন, কাজ বন্ধ রাখতে এলজিইডি প্রকৌশলীকে বনবিভাগের পক্ষ থেকে কয়েক দফা চিঠি দেয়ার পরও এখন পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। রাস্তার কাজের ব্যাপারে বনবিভাগ থেকে পূর্ব কোনো অনুমতি নেয়নি এলজিইডি। এই বনের ভেতরে রাস্তাটি পাকা হলে ওই এলাকার পুরনো সেগুনবাগান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কাঠ চোরাকারবারিদের তৎপরতা বেড়ে যাবে।
এ বিষয়ে এলজিইডি’র জুড়ী উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মতিন বলেন, রাস্তায় মাটি কাটার কাজ শেষ হওয়ার পথে। কাজের জন্য ঠিকাদার সমস্ত মালামাল নিয়ে এসেছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখতে বলেছি। নতুন করে কোন অনুমতি নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমতি তো একটা হবে। অনুমতি নিয়েই কাজে এগোতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভার সিদ্ধান্তটি অনুসরণ করেছেন কি এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যা, চিঠিটি পড়েছি। এটা ঠিক যে বন এলাকায় অনুমতি ছাড়া উন্নয়ন কাজ করা যায় না।#
Leave a Reply