বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ সংগঠকরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ সমুহ উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন।
কর্মশালার সমাপনি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
Leave a Reply