বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় ভারি বর্ষণে শনিবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাদ চা বাগানে টিলা ধসে রাজন বোনার্জি (৬০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো চার ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া কেছরিগুল ও বিওসি কেছরিগুল গ্রামে পৃথক টিলা ধসে আরো ৫ ব্যক্তি আহত হন। অন্যদিকে পৌরসভার ২নং ওয়ার্ডের আদিত্যের মহাল এলাকায় ঢলের পানিতে শনিবার সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশু তলিয়ে যায়। রোববার দুপুরে স্বজনরা ওই শিশুর মরদেহ উদ্ধার করেছেন।
জানা গেছে, কয়েক দিনের টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় সহস্রাধিক কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। শত শত পরিবার মানবেতর জীবন যাপন করছেন। টিলা ধসে বসত ঘরের উপর পড়ে এক চা শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন-সালমা বেগম, নিহা বেগম, সমছ উদ্দিন, রহিমা বেগম ও জোনাকি আাক্তার।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, আয়েশাবাগ চা বাগানে টিলা ধসে একজনের মৃত্যু ও চারজন আহত হয়েছেন। টিলার পাদদেশে যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ইতিপূর্বে তিনি টিলায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে সরেজমিনে গিয়ে প্রচারণা করেছেন। সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় ও টিলা ধস প্রতিরোধে উপজেলা প্রশাসনে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
Leave a Reply