বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় বৃহস্পতিবার বেলা দু’টায় সম্মিলিত শিক্ষক সমাজ সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় নূরজাহান মার্কেটের সামনে দেড়ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবশে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা স্কাউটের সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা সরকারি কলেজ সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মো. জসিম উদ্দিন, প্রভাষক এমএ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার চৌধুরী, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, প্রভাষক এমএ গোলাম রাব্বানি, প্রধান শিক্ষক অঞ্জনা রানী দে, জাতীয়করণকৃত বিদ্যালয় কল্যাণ সমিতির সভাপতি সামছুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, প্রভাষক তারেক আহমদ ও শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্নস্থানে প্রায়ই শিক্ষকরা কর্মক্ষেত্রে নানাভাবে হয়রানী ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। যা শিক্ষকদের জন্য লজ্জার ও উদ্বেগের। সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার এবং নড়াইলে মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে প্রকাশ্যে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সারা দেশের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply