বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সোনালী ব্যাংক বড়লেখা শাখার সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার হাওলাদার।
সোনালী ব্যাংক বড়লেখা শাখার অফিসার (ক্যাশ) নাসবির ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) দোলন কান্তি চক্রবর্ত্তী, সাবেক বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের যুগ্ম পরিচালক (সরকারি হিসাব বিভাগ) মো. হুমায়ুন আহমদ খান চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) মো. আব্দুল হাদী প্রমুখ। সচেতনতা বৃদ্ধিমূলক এই কর্মশালয় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
Leave a Reply