কমলগঞ্জে শেখ কামালের জন্মদিন পালন কমলগঞ্জে শেখ কামালের জন্মদিন পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

কমলগঞ্জে শেখ কামালের জন্মদিন পালন

  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি :: নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে কমলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭০তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তার জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগের সাব্কে সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ। পরে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews