এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ভাটেরা হিল ফরেষ্টে ১০ হেক্টর বনভুমিতে বনায়নের চারা রোপনে খাসিয়াদের বাধাঁ ও আদালতে দায়ের করা মামলা খারিজ হওয়ায় ক অবশেষে সামজিক বনায়ন কার্যক্রম শুরু করেছে বন বিভাগ।
শনিবার (১৩ আগষ্ট) সকাল থেকে শতাধিক শ্রমিক সামাজিক বনায়নের উপকারভোগী নিয়ে বৃক্ষ রোপন শুরু করেবনবিভাগ। ২ মাস কাজ বন্ধ থাকার পর পুনরায় বনায়নে করতে পারায় উপকাভোগী সদস্যরাও খুশি।
বন বিভাগ সুত্রে জানা যায়, ভাটেরা সংরক্ষিত বনাঞ্চলের আওতাধীন কালিয়ারআগা এলাকায় পতিত ১০ হেক্টর বনভুমিতে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে ২০২১-২২ অর্থ সনে সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষ্যে গত নভেম্বর মাসে ২৫ হাজার চারা রোপন করা হয়। এবং গত কয়েক মাসে বনায়নের নির্ধারিত স্থানে চারা রোপনের লক্ষ্যে জঙ্গল পরিষ্কারসহ আনুষাঙ্গিক কার্যক্রম শেষে ২ মাস পূর্বে চারা রোপন শুরু করে বনবিভাগ।
কিন্তু স্থানীয় খাসিয়া আদালতে বনায়নকৃত জায়গার মালিকানা দাবী করে রিট করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। পরে বনবিভাগের পক্ষ আদালতে রিটের বিপক্ষে আপিল করলে আদালত খাসিয়াদের মামলা খারিজ করে বনবিভাগের পক্ষে রায় প্রদান করেন। ফলে বনবিভাগের সামাজিক বনায়নে আইনগত কোন বাঁধা না থাকায় শনিবার থেকে উপকারভোগী সদস্য ও বনবিভাগের লোকজন চারা রোপন শুরু করেন।
বনায়নের উপকারভোগীরা জানান, কালিয়ারআগা এলাকায় পতিত ১০ হেক্টর বনভুমি কখনও খাসিয়াদের দখলে ছিল না। কোন ধরনের পান গাছ, লেবু গাছ ছিল না। স্থানীয় বাসিন্দা খয়রুল আমিন চৌধুরী টিপুর দখলে ছিলো জায়গাটি। তিনি জায়গাটি বনবিভাগের কাছে হস্তান্তর করলে সেখানে সামাজিক বনায়নের উদ্যোগ নেয় বিভাগ। খাসিয়ারা ইচ্ছাকৃতভাবে জবরদখলের উদ্দেশ্যে বনবিভাগের সামজিক বনায়নে বাঁধা প্রদান করে।
বনায়ন বাঁধাগ্রস্থ হওয়ায় সরকারের কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা ছিল। ২৫ হাজার চারার মধ্যে অর্ধেক চারা সময়মতো রোপন করতে না পারায় মরে নষ্ট হয়। তাছাড়া সামাজিক বনায়নে গাছ লাগানোর নির্ধারিত সময়ও অতিক্রান্ত হয়ে গেছে। এরপরেও আদালতের হস্তক্ষেপে অবশেষে বনায়ন করতে পারায় খুশি উপকারভোগীরা।
এ ব্যাপারে কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, ভাটেরা হিল ফরেষ্টের কালিয়ারআগা বনভুমিতে বনায়ন করতে গেলে খাসিয়ারা বাধা দেয় এবং বিজ্ঞ আদালতে স্বত্ব মামলা ( নং ১৮৫/২০২২) দায়ের করে। আদালত থেকে স্থিতাবস্থা থাকায় ২ মাস কাজ বন্ধ থাকে। বনবিভাগ মামলার জবাব ও আপত্তি দাখিল করে। গত ১০ আগষ্ট বিজ্ঞ আদালত উভয়ক্ষের শুনানী গ্রহণ করে খাসিয়াদের মামলাটি না মঞ্জুর করেন।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply