সাংবাদিক আব্দুল বাছিতের উপর হামলায় : কমলগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ সাংবাদিক আব্দুল বাছিতের উপর হামলায় : কমলগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুর মামলার বাদিকে হুমকির অভিযোগ যুক্তরাজ্য বিএনপি’র শীর্ষ নেতা আবেদ রাজা’র বাংলাদেশ সফরে আসছেন ১৪ জানুয়ারি নিটারে “লিডারশীপ ওয়ার্কশপঃ লিড দ্যা ওয়ে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুলাউড়ার সাংবাদিকরা নিজেদের পেশার প্রতি অনেক বেশি দায়িত্বশীল উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা কুলাউড়ায় দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন কমলগঞ্জে গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময় কমলগঞ্জে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন গুজব ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে কমলগঞ্জে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

সাংবাদিক আব্দুল বাছিতের উপর হামলায় : কমলগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

  • রবিবার, ১৪ আগস্ট, ২০২২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পেশাগত দায়িত্বপালন শেষে উপজেলা সদরে যাবার পথে মৌলভীবাজারের কমলগঞ্জের উবাহাটা এলাকায় দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধি ও কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত থানের উপর মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা চৌমুহনা চত্বরে সর্বস্থরের সাংবাদিকরা এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাজিদুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল মাহমুদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, জুসেফ আলী চৌধুরী সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এম, এ, ওয়াহিদ রুলু, শাহীন আহমেদ, নির্মল এস পলাশ, এম. এ. হামিদ, জুড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা কমিটি, উপজেলা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সাংবাদিক আব্দুল বাছিতের অবস্থা আশঙ্কাজনক। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে জীবনমৃত্যুর সন্ধিক্ষনে লড়ছে। অনিয়ম, দুর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায়। প্রকাশ্য দিবালোকে আব্দুল বাছিতের উপর হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত শনিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টায় কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের উবাহাটা এলাকায় মোটরসাইকেল যোগে ৩ জন সন্ত্রাসী সাংবাদিক আব্দুল বাছিত খান এর মোটরসাইকেলের গতিরোধ করে তার হাত, পা, মাথাসহ বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় সাংবাদিকের সাথে থাকা আরেক সহকর্মী আমিনুল ইসলাম হিমেল চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews