বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিল। বড়লেখা সদর ইউনিয়নের অনগ্রসর এলাকা উত্তর ডিমাইর এলসারিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে সম্প্রতি ইউনিফর্ম (স্কুল ড্রেস) বিতরণ করেছে। এদিকে স্কুলের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি শাহীন ইকবাল ও তার সহোদর মামুন ইকবালকে সংবর্ধনা দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবজাল হোসেন আউয়ালের সভাপতিত্বে ও বড়লেখা পৌরসভার কাউন্সিলর আবুল হাসিম স্বপনের সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল ইমাম মো. কামরান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, সংবর্ধিত অতিথি বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি শাহীন ইকবাল, মামুন ইকবাল, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র স্থানীয় প্রতিনিধি শামীম আহমেদ, হলি চাইল্ড একাডেমির পরিচালক শিমুল চৌধুরী, হাবিবুর রহমান প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষু লাল দেব।
পরে সংবর্ধিত অতিথি শাহিন ইকবাল ও সহোদর মামুন ইকবালকে এলসারিন উত্তর ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা
Leave a Reply