বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার দাসেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রোববার দিনব্যাপি বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।
উপজেলার লঘাটি গ্রামের প্রবাসী সমাজসেবক মো. মস্তফা উদ্দিন, সবুজ আহমদ, জাহিদুল হক বদই ও সাংবাদিক মস্তফা উদ্দিনের সার্বিক সহযোগিতায় এ ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ও শিক্ষার্থীদের বøাডগ্রæপির কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক পটল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাংবাদিক মস্তফা উদ্দিনের সঞ্চালনায় স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, ইউপি মেম্বার মো. আব্দুল মুকিত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ, দাসেরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুলেমান আহমদ বাদশা, প্রমুখ।
আয়োজকরা জানান, দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে ৩ শকাধিক রোগীতে ব্যবস্থাপত্র, ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন প্রদান করা হয়েছে। এছাড়া দেড় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়েছে।
Leave a Reply