বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় প্রাকৃতিক পাহাড়-টিলা কর্তন ও ইজারাবিহীন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার রাতে থানায় পৃথক দুইটি মামলা এবং নয় ব্যক্তিকে এনফোর্সমেন্ট মামলার নোটিশ প্রদান করেছে। গত ২৪ ও ২৫ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে ‘বড়লেখায় অবাধে চলছে টিলা কাটা ও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন’ শিরোনামে একটি স্ব-চিত্র প্রতিবেদন ছাপা হলে নড়েচড়ে উঠে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর।
জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়-টিলা কর্তনের অভিযোগে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. নুরুল আমীন প্রধান বাদী হয়ে মঙ্গলবার রাতে বড়লেখা থানায় পৃথক দুইটি মামলা করেন। এর একটি মামলায় আসামী করা হয়েছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছিকারুনী গ্রামের মৃত জছির আলীর ছেলে ফয়জুর রহমানকে। পরিবেশ সংরক্ষণ আইনের অপর মামলায় টিলা কর্তনের দায়ে অভিযুক্ত করা হয়েছে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির করমপুর গ্রামের মোতাহির আলী ও জহির আলীকে।
অপরদিকে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের দায়ে নয় ব্যক্তির বিরুদ্ধে এনফোর্সমেন্ট মামলার নোটিশ দেওয়া হয়েছে। এরা হলেন- উপজেলার করমপুর গ্রামের শাহরুখ মিয়া, নাজমা বেগম, আব্দুল কাদির, সুজাউলের মো. খালিক, আনিছুর রহমান, সোয়ারারতলের সফর উদ্দিন ছবুর হাজী, জামাল উদ্দিন ও বালিশকোনার দিনার আহমদ।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (মৌলভীবাজার) মো. মাহিদুল ইসলাম অবৈধভাবে পাহাড়-টিলা কর্তন ও বালু উত্তোলনের দায়ে থানায় মামলা রুজু ও এনফোর্স মামলার নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করে জানান, নোটিশ প্রাপ্তদের আগামী ১০ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের পরিচালকের (সিলেট) কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply