কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৬২টি। এ উপজেলায় ৩৮০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৭২ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৫৯.৭৯ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৯৫টি জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় পাসের হার ৮১.১৬ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৯৫টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩৯টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ২৪টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ১৩টি, কমলগঞ্জ মডেল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১১টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ১১টি, পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১০টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৭টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ৬টি, বিচারপতি এস কে সিনহা উচ্চ বিদ্যালয়ে ৬টি, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ৫টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫টি, মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ৪টি, কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৪টি, অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে ২টি, চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ১টি, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ে ১টি, কামুদপুর উচ্চ বিদ্যালয়ে ১টি ও আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন। উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৮১.১৬ ভাগ। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৪.৭৩ ভাগ।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থকে মোট ২৬২টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ একাই ৯৫টি জিপিএ-৫ লাভ করে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply