বড়লেখা প্রতিনিধি::
বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এই সভার আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিএম সেলফ্ (শ্রীমঙ্গল) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম ও নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদান নিয়ে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বড়লেখা সদর ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা তপন কুমার দাস, নারী উদ্যোক্তা রোকসানা বেগম, ব্র্যাকের এসোসিয়েট অফিসার পলি আক্তার।
Leave a Reply