সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। গত শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টায় নবনির্মিত কমলগঞ্জ প্রেসক্লাব ভবনে পত্রিকার সম্পাদক-প্রকাশক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, লেখক-গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাপ্তাহিক কমলগঞ্জের সংবাদ পত্রিকার সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেব রায় (সঞ্জয়), কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয় পত্রিকার পক্ষ থেকে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর পর কমলগঞ্জের কাগজ পরিবার থেকে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সব শেষে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল ইউরোপ লিমিটেড যুক্তরাজ্য (লন্ডণস্থ) এনটিভি নিউজ ডিপার্টমেন্ট’স চয়েজ এ্যাওয়ার্ড (প্রতিদিনের সিলেট নিউজ) পাওয়ায় এনটিভি’র কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি পিন্টু দেবনাথকে কমলগঞ্জ প্রেসক্লাব ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews