এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া শহরে ধারাবাহিক চুরি বন্ধ ও চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে ১৮ জুন রোববার বৃষ্টি উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে কুলাউড়া চৌমুহনা চত্ত্বরের পরিবর্তে মিলি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নেছার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, গউছ মিয়া, নজরুল ইসলাম, অশোক চন্দ্র, ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, আব্দুল মান্নান, নজরুল ইসলাম সোনা, নাজিম বাক্স, ক্লাসিক ফ্যাশনের স্বত্বাধিকারী আবু তাহের আহমদ মামুন, জায়ের আহমদ, জায়েদ আহমদ, ব্যবসায়ী রিয়াদ আহমদ, শোয়েব আহমদ ও হাফিজুর রহমান লিটু প্রমুখ।
ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার, চোরচক্রকে গ্রেফতার করা না হলে আগামী ৫ জুলাই ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।#
Leave a Reply