এইবেলা, বড়লেখা ::
বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে ৫০ জন মহিলা ও কিশোরীকে একটি করে ছাগল দেয়া হয়েছে। অতিদরিদ্র পরিবারের মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার লক্ষে বুধবার বিকেলে এসব দরিদ্র মহিলা ও কিশোরীদের হাতে ছাগল তুলে দেয়া হয়েছে।
এ উপলক্ষে নিজবাহাদুরপুর ইউনিয়নের ওয়াহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের নিজবাহাদুরপুর ইউনিয়ন সমন্বয়কারী নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদয় কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিটন চন্দ্র রায়, ইউপি সদস্য কবির আহমদ, সূচনা প্রকল্পের আইজিএ অফিসার মীর সঞ্চয়, পর্যবেক্ষন কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, এফএফ আলী হোসেন, সবুজ চন্দ্র, আজির উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।
উল্লেখ্য, মা ও শিশুর পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে এই প্রকল্পের আওতায় নিজবাহাদুরপুর ইউনিয়নের ৩০৫ জন দরিদ্র মহিলা ও কিশোরীকে ছাগল দেয়া হচ্ছে। এছাড়া ইউনিয়নের ১৫৮৪ জনকে শীতকালীন শাক সবজির বীজ প্রদান করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply