মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল (বুধবার) দুপুর ১২ ঘটিকায় পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
পানাকুড়ি বটতলা দাখিল মাদরাসার সুপার মোঃ মোজাহিদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আক্কাছ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নেওয়াশী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মোছাঃ কোহিনুর খাতুন, পানাকুড়ি বটতলা দাখিল মাদরাসার সহকারী মৌলভী মোঃ মশিউর রহমান, দারুল আরকাম হানিফ উল্লাহ এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসাইন। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, কমিউনিটি ফ্যাসিলিটেটর সানজিদা সিদ্দিকা ও আশা মনি।
বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply