কুলাউড়ায় সরকারি ভুমি জবরদখল- সীমানা প্রাচীর ভাঙলেও উদ্ধার করা সম্ভব হয়নি জবরদখলকৃত জমি কুলাউড়ায় সরকারি ভুমি জবরদখল- সীমানা প্রাচীর ভাঙলেও উদ্ধার করা সম্ভব হয়নি জবরদখলকৃত জমি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে চুরি ও মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৫ সংবাদ সম্মেলনে ওসমানীনগর বিএনপি : একটি মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা কুলাউড়ায় ফ্যাসিস্টযুক্ত বিএনপির কমিটি বাতিল কমলগঞ্জে শিক্ষিক খুনের ২ মাস : প্রধান আসামী অধরা : মিথ্যাচার ছড়াচ্ছে ভিডিও বার্তায় বড়লেখায় পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানকে কুপিয়ে রক্তাক্ত জখম : হামলাকারি গ্রেফতার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ নিলেন কুলাউড়াবাসী মৌলভীবাজারে ইকোপার্ক এলাকায় অবৈধ টিলা কর্তনে ৫০ হাজার টাকা জরিমানা মব কালচার মানুষের মধ্যে ভয় আতংক তৈরি করে রেখেছে– রুহুল কবির রিজভী দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে

কুলাউড়ায় সরকারি ভুমি জবরদখল- সীমানা প্রাচীর ভাঙলেও উদ্ধার করা সম্ভব হয়নি জবরদখলকৃত জমি

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ১৭ একর সরকারি জমি জবরদখল করে জনৈক প্রভাবশালী ব্যক্তি। এরমধ্যে ৬৭ শতক জমিতে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করে তাতে বানানো হয়ে ঘর। প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে সীমানা প্রাচীর ভাঙতে সক্ষম হলেও জমি জবরদখলমুক্ত করতে পারেনি। বিএনপির ছত্রছায়ায় জবরদখলকারী ভুমিহীন সেজে উল্টো প্রশাসনকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের তুতবাড়ি এলাকায় এসএ দাগ নং ৫২৮ এ ১৭ একর জমি ধামুলী গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে মধ্যপ্রাচ্যের সৌদি আরব প্রবাসী মতছির আলী কনাই সরকারি জমি দীর্ঘদিন থেকে জবরদখল করে রেখেছেন। সেই জমির মধ্যে ৬৭ শতক জমিতে ১৫ লাখ টাকা ব্যয়ে পাকার সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি জবরদখলকৃত জমিতে গৃহনির্মাণ করেন।

২০২৩ সালে তৎকালীন সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা প্রদান করেন। কিছুদিন কাজ স্থগিত রাখার পর তৎকালীন সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসানের বদলী হলে জবরদখলকারী মতছির আলী কনাই ফের সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। খবরটি জানতে পেরে সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন গত ২৫ রমযান ঈদের এক সপ্তাহের মধ্যে সীমানা প্রাচীর সরিয়ে নেয়ার নির্দেশ দেন। গত ১৮ জুন এই নির্দেশের দু’দিন পর ২০ জুন কর্মধা ইউনিয়নের বিএনপির কতিপয় নেতার ইন্দনে স্থানীয় লোকজন নিয়ে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেই মানববন্ধন কর্মসূচিতে ভুমিখেকো মতছির আলী কনাই, কর্মধা ইউনিয়ন বিএনপির কতিপয় নেতা স্থানীয় ভুমি জবরদখলকারীরা অংশ নেয়। তারা প্রশাসনকে ফের উচ্ছেদ অভিযানে গেলে প্রতিরোধের হুমকি দেয়।

অভিযুক্ত ভুমিখেকো মতছির আলী কনাইর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, জায়গাটি তিনি পৃথিমপাশা জমিদার বাড়ির লোকজনের কাছ থেকে ক্রয় সুত্রে মালিক। প্রশাসন তাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করতে চায়।

এব্যাপারে কুলাউড়া সহহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল আলম জানান, ওই এলাকায় ১০০ একর ভুমি জবর দখলে রয়েছে। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২ এসি ল্যান্ড ভুমি উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছেন। তারা মানববন্ধন করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা ভুমিহীন হলে আমরা তাদেরকে উক্ত ভুমি লিজ দেবো। এটা কারো ব্যক্তি মালিকানাধীন জমি নয়। যে কাগজে তিনি মালিকানা দাবি করছেন- সেটা অবৈধ। সরকারি সম্পদ উদ্ধারে ফের অভিযান চালানো হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews