নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া নামাজ প্রশিক্ষণ, কুরআন শিক্ষা ও সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, ‘আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম ইসলামের সঠিক শিক্ষায় আলোকিত হোক। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করতে পেরেছি, যা সমাজের জন্য একটি বড় অর্জন।
তিনি আরও বলেন, ওমরা হজ্বের মতো পবিত্র সফর বিজয়ীদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত, এটি তাদের আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের ওমরা হজ্বের যাবতীয় খরচ বহন করা হয়েছে।
তিন মাসব্যাপী এ কার্যক্রমে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলা প্রশিক্ষণ শেষে (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। ২৫ ডিসেম্বর ২০২৪ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। #
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply