এইবেলা, বড়লেখা ::
বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ‘ত্রিনয়নী’ প্রকাশনা পরিষদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ‘ত্রিনয়নী’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার সন্ধায় দাসেরবাজার ডিড রাইটার চম্পক দাসের অফিসে ‘ত্রিনয়নী’ প্রকাশনার’ ১৭তম’ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
উন্মোচনকালে বক্তারা বলেন,‘ত্রিনয়নী’ প্রকাশনা পরিষদ ২০০৩ সাল থেকে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ‘ত্রিনয়নী’ প্রকাশনা করে আসছে। তাদের প্রকাশনায় ১৭তম সংখ্যা প্রকাশিত হওয়ায় নতুন প্রজন্ম সনাতন ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এতে যারা লিখেছেন তারা এ বইয়ের সঙ্গেই তাদের চিন্তা, বুদ্ধি ও অভিজ্ঞতাকে প্রসারিত করতে পারবে। হিন্দু সম্প্রদায়ের যুব সমাজকে আত্মশুদ্ধিকরণে ও ধর্মকে জানার জন্য ‘ত্রিনয়নী’ প্রকাশনা ভুমিকা রাখবে। দেবী দুর্গা এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবে যুব সমাজ। ধর্মিয় অথবা বিশ্বের মহান ব্যক্তিদের মহান জীবনগাথা বই পড়ার অভ্যাস থাকা লোকদের নৈতিক স্খলন, উচ্ছৃঙ্খলতা ইত্যাদি কোনোকালেই স্পর্শ করতে পারে না। তাই বই হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ অবদান।
ত্রিনয়নী প্রকাশনা পরিষদের সভাপতি হীরন্ময় দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিমুন্য দাস মিটুর সঞ্চালনায় মোড়ক উন্মোচণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী। প্রধান বক্তা ছিলেন সাবেক ইউপি সদস্য শ্রী সুশিল চন্দ্র দাস (হরি)।
বক্ত্যব রাখেন দাসেরবাজার উচ্চ বিদ্যায়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বাবুলাল দেবনাথ, প্রকাশনা পরিষদের উপদেষ্টা ডা. শৈলেন্দ্র দেবনাথ, ডিড রাইটার সন্জু দাস, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় চন্দ্র দাস, ত্রিনয়নী প্রকাশনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ডিড রাইটার শ্রী চম্পক দাস, ফার্মাসিস্ট রুপন চন্দ্র দাস।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply