এইবেলা, বড়লেখা ::
হাকালুকি হাওরের ইতিহাস-ঐতিহ্য ও সম্ভাবনা নিয়ে হাওরপারের কন্ঠিনালা রাভার ড্যাম এলাকায় সোমবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘বাঁচলে হাওর, বাঁচবে দেশ, রক্ষা হবে পরিবেশ’ এ শ্লোগানকে সামনে রেখে উক্ত মতবিনিময় সভার আয়োজন করে জুড়ী উপজেলা সাংবাদিক সমিতি ও জুড়ী টাইমস পরিবার।
জুড়ী উপজেলা সংবাদিক সমিতির সধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম। হাকালুকি হাওরের জীববৈচিত্র রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়গুলো তুলে ধরে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কুলাউড়া কার্যালয়ের কর্মকর্তা সাইদ আল শাহীন।
হাওর ও মৎস্য বিশেষজ্ঞ ড. মাহবুবুল আলম বলেন, হাকালুকির দেশিয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধ করতে বছরের আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসে মশারি জাল ও কারেন্ট জাল সম্পুর্ণরূপে বন্ধ রাখতে হবে। তবেই হাওরে মাছের অভাব থাকবে না। এছাড়াও বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, এনজিও সংস্থা সুচনার টেকনিকেল ম্যানেজার (পুষ্টি) ফাতেমা কানিজ, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ফখরুল ইসলাম, তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতাংশু শেখর দাস, এনজিও সংস্থা গ্রাহোকের চেয়ারম্যান অশোক রুদ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি অলক রুদ্র পাল, প্রবাসী কমিউনিটি নেতা রহমত আলী, হাবিবুর রহমান, এনজিও প্রতিনিধি তামলিমন বারে, হাকালুকি পারের হাল্লা গ্রামের পাখিবাড়ির স্বত্তাধিকারী মৃত মনোহর আলী মাস্টারের বড়ছেলে আবু সালেহ আহমদ, জুড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাইমা বেগম, শিরিন আক্তার, রোকেয়া খানম প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply