বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত উপজেলার দাসেরবাজার ইউপির দেড়শ’ পরিবারের রোববার বিকেলে খাদ্য ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। পূবালী ব্যাংকের আর্থিক সহায়তায় ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার উদ্যোগে দাসেরবাজার হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্টিত খাদ্য ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
পদক্ষেপের জোনাল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক সারওয়ার আহমদ, দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছব্বির আলী, সাধারণ স¤পাদক স্বপন চক্রবর্তী, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, পদক্ষেপের এরিয়া ম্যানেজার মজিবুল হক, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, মস্তফা উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ পিস সাবান ও ১০ টি মাস্ক বিতরণ করা হয়েছে।#
Leave a Reply