বড়লেখা প্রতিনিধি ::
করোনা মহামারীতে রোগির অক্সিজেন সংকট নিরসনকল্পে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশের স্বনামধন্য স্কয়ার গ্রুপের মালিকানাধীন শাহবাজপুর চা বাগান কর্তৃপক্ষ ২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে। রোববার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। বাগানের জেনারেল ম্যানেজার আলী আহমদের পক্ষে একাউন্টস অফিসার উৎপল ধর ও কম্পাউন্ডার বিকে সিংহ অক্সিজেন সিলিন্ডার দু’টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাসের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব, মিজানুর রহমান, জালাল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মোট ২৮টি অক্সিজেন সিলিন্ডার। হাসপাতাল কর্তৃপক্ষ এমন মহতি উদ্যোগের জন্য বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply