বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে আয়নুল হোসেন নামক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির করমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এসময় শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিলা কাটার খবর পেয়ে শনিবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির করমপুর এলাকায় অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। সেখানে গিয়ে টিলা কাটার সত্যতা পান এবং টিলা কেটে মাটি পরিবহণকালে একটি ট্রাক্টর জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাক্টর চালক আয়নুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জানান, অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবহণের দায়ে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিলা কাটা বন্ধে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।#
Leave a Reply