বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির মাসিক সভা বুধবার বিকেলে আদালতের এজলাস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় ১ বছর এ বিশেষ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়নি। লিগ্যাল এইড অসহায় ও দুস্থ বিচারপ্রার্থীদের ন্যায় বিচার প্রাপ্তিতে বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে।
বড়লেখা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার এর সভাপতিত্বে ও আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, অ্যাডভোকেট দীপক কুমার দাস, অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, অ্যাডভোকেট আফজল হোসেন প্রমুখ।#
Leave a Reply