বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার বিকেলে তদারিক অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন। এসময় বড়লেখা থানার এসআই আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারের হলি লাইফ স্পেশালাইজ হসপিটালকে ১০ হাজার টাকা, সাত্তার ম্যানশনের রসমেলা ফুড প্রোডাক্টকে ৩ হাজার টাকা, দেওয়ানশাহ মার্কেটের স্বাদ এন্ড কোংকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সঠিক ওজনে এবং ন্যায্য দামে বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নিদের্শনা দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এধরণের তদারকি কার্যক্রম চলমান থাকবে।#
Leave a Reply