বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখার ১০ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়। উপজেলার ১০ ইউপির মধ্যে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ চারটিতে বর্তমান চেয়ারম্যানদের এবং ছয়টিতে নতুন মূখ প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে ৩ জন রাণিং চেয়ারম্যান নৌকার কান্ডারী হতে ব্যর্থ হয়েছেন। মনোনয়ন বঞ্চিত হতাশ এ ৩ জন চেয়ারম্যান হলেন বড়লেখা সদর ইউনিয়নের সিরাজ উদ্দিন, দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের আজির উদ্দিন ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাহাব উদ্দিন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ সভায় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে এক নারীসহ ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন। তাদের মধ্যে পর্যালোচনা করে ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
নৌকার কান্ডারীরা হলেন- বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে জুবের আহমদ, দাসেরবাজার ইউনিয়নে জিয়াউর রহমান, নিজবাহাদুরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, বড়লেখা সদর ইউনিয়নে ছালেহ আহমদ জুয়েল, তালিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়নে সাহেদুল মজিদ নিকু ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সুব্রত কুমার দাস শিমুল।
উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাস সুন্দর মঙ্গলবার বিকেলে বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন চান। পর্যালোচনা শেষে এদের ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ। এরমধ্যে ১০ জনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এখন নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।#
Leave a Reply