বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ‘নৌকা’র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই বন্ধু উচ্চ আদালতে আপিল করে অবশেষে প্রার্থীতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসারের নিকট থেকে পছন্দের প্রতীক ‘ঘোড়া’ নিয়ে তিনি নির্বাচনী মাঠে জুরেসুরে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীতা ফিরে পাওয়ায় সুনাম উদ্দিনের কর্মী-সর্মথকের মধ্যে আনন্দের বন্যা বইছে।
জানা গেছে, ৪ নভেম্বর যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে উপজেলার তালিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সুনাম উদ্দিন সুনাই বন্ধুর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আপিল করেন। ৯ নভেম্বর আপিল শুনানি শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন রির্টানিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন। পরে মনোনয়ন বাতিল ঘোষিত চেয়ারম্যানপ্রার্থী সুনাম উদ্দিন সুনাই বন্ধু ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান উচ্চ আদালতে আপিল করে তালিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুনাম উদ্দিনের প্রার্থীতা ফিরে পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ওই আদেশের কপি পাওয়ার পর মঙ্গলবার রাতে তাকে ‘ঘোড়া’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।#
Leave a Reply