এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার ১ যুগ পূর্তি উপলক্ষে ২০ ডিসেম্বর সোমবার রাতে সংলাপ পরিবারের আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুলাউড়া পৌরসভা হলরুমে পত্রিকার প্রকাশক ও সম্পাদক, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও পত্রিকার চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, প্রবীণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) এমদাদুল ইসলাম ভুট্টো, জুড়ী টিএন খানম সরকারি কলেজের অধ্যক্ষ (ভার.) ফরহাদ আহমদ, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান ফজলু, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মবশ্বির আলী, যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী কমিউনিটি লিডার ইলিয়াছ খছরু ও মইনুর রহমান সুয়েব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, উপজেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম টিপু, কুলাউড়া সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, সাংবাদিক মুক্তাদির হোসেন, সঞ্জয় দেবনাথ, প্রভাষক খালিক উদ্দিন, স্বাগত বক্তব্য দেন এম এ কাইয়ুম।
সমাপনী বক্তব্যে সাপ্তাহিত কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, একটা পত্রিকা এগিয়ে নিয়ে যাওয়া কতটা কষ্টকর তা কেবল যারা এর সাথে সম্পৃক্ত তারাই জানে। আমি মেয়র হলেও পত্রিকা তার নিজস্ব গতিতে চলবে। #
Leave a Reply