এইবেলা ডেস্ক ::
বহিঃবিশ্বে ছড়িয়ে থাকা কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের প্রবাসীদের সম্বনয়ে গঠিত সামাজিক সংগঠন স্ট্যান্ড ফর ব্রাম্মনবাজারের ৫৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়েছে।
২৩ জানুয়ারি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সংগঠনের আহবায়ক জালাল হোসেন জুয়েলের সভাপতিত্বে এবং সদস্য সচিব জায়েদুল ইসলাম জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল উপদেষ্টা এবং আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ। সভা শেষে সংগঠনের উপদেষ্টাসহ সর্বসম্মতিক্রমে মো: জালাল হোসেন জুয়েলকে সভাপতি (সৌদিআরব), মো, ময়নুল ইসলামকে সাধারন সম্পাদক (ফ্রান্স), ও মাহবুবুর রহমান তারেককে সাংগঠনিক সম্পাদক করে (ওমান), আগামী দুই বছরের জন্য ৫৪ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহি কমিটি ঘোষণা করা হয়। কমিটিরর অন্যান্য সদস্যরা হলেনঃ সিনিয়র সহসভাপতি মিনার চৌধুরী (সাউথ আফ্রিকা), সহ সভাপতি সিরাজুল ইসলাম তোতা (ইতালি), বলরাম নাইডু(ইউকে), শাহাদাত হোসেন মনি(যুক্তরাষ্ট্র), রিয়াজুল ইসলাম টিটু(ফ্রান্স), সুজেল আহমদ শিপলু(যুক্তরাষ্ট্র), এজাজ আহমদ চৌধুরী (কাতার), হুমায়ুন কবির(সৌদিআরব), নাইমুর রহমান সুমন(যুক্তরাষ্ট্র), শাহ মোঃ ফরিদ(ফ্রান্স), আশরাফুল আজম(কাতার), মাহফুজ হোসেন (সৌদিআরব),মান্না দেব(সুইডেন), আজির মিয়া(আমিরাত),তাজুল ইসলাম(ইউকে), যুগ্ন সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম জুনেদ(ফ্রান্স), সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ ইমন (পুর্তগাল), আবুল হোসেন (পুর্তগাল), শাকিল রশীদ চৌধুরী (সৌদিআরব), আব্দুল আজিজ হেলাল (আমিরাত), নিজাম উদ্দিন মিটু(কুয়েত), মিফতাউল ইসলাম রাজুল(ইউকে), জুনেদ আহমদ(ফ্রান্স), সাইফুর রহমান আতা(আমিরাত),খলিলুর রহমান(আমিরাত), সহ সাংগঠনিক সম্পাদক : খলিলুর রহমান(কাতার), মিনহাজ চৌধুরী (ফ্রান্স), সুহেল আজিজ (ওমান), সাহানুর রহমান(আমিরাত), ফয়জুর রহমান ফয়েজ (সৌদিআরব), স্বপন দেব (সিংগাপুর), অর্থ সম্পাদক- দেলোয়ার হোসেন (সৌদিআরব), ধর্ম সম্পাদক – মাওলানা আব্দুস সোবহান নুরী (ইতালি), দপ্তর সম্পাদক-শামিম আহমদ(কাতার),সহ দপ্তর – আব্দুল আহাদ(আমিরাত), প্রচার- আব্দুল মালিক (কাতার), আন্তর্জাতিক -আলম আহমদ(ফ্রান্স), সহ আন্তর্জাতিক রাজা মিয়া (বাহরাইন), ক্রীড়া- সামছুল ইসলাম রাহী(ইতালি), সমাজকল্যাণ – রিপন আহমদ (বাহরাইন), শিক্ষা ও সাংস্কৃতিক – আরিফুল ইসলাম শিপলু (ওমান),
নির্বাহী সদস্য -আবুল কালাম (সৌদিআরব), কাদির মিয়া (বাহরাইন), বদরুল মিয়া (সৌদিআরব), জামাল আহমদ(বাহরাইন), রাসেল আহমদ(ওমান),নাজিম আহমদ (কাতার), পরিমল বিশ্বাস (কাতার),রাসেল আহমদ(কুয়েত) ও রিপন বিশ্বাস (আমিরাত)।#
Leave a Reply