বড়লেখায় অটোরিকশা চাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু বড়লেখায় অটোরিকশা চাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

বড়লেখায় অটোরিকশা চাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু

  • মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার সন্ধায় দ্রুতগতির সিএনজি চালিত একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ ব্যবসায়ি আব্দুর রবের (৩৫) মৃত্যু ঘটেছে। তিনি পৌরশহরের ‘লিবাস’ ডিপার্টমেন্টাল নামক একটি ষ্টোরের মালিক ও উপজেলার শিক্ষারমহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে কুলাউড়া-চান্দগ্রাম সওজ রাস্তার পানিধার নামক স্থানে ।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পানিধার নামক স্থানে বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একজন মোটসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তার পার্শে পড়ে থাকা গুরুতর আহত মোটরসাইকেল আরোহী আব্দুর রবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা নিহতের লাশ শনাক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews