কুলাউড়ায় নান্না পীরের বাড়িতে খতমে বোখারী শরীফ খতম সম্পন্ন কুলাউড়ায় নান্না পীরের বাড়িতে খতমে বোখারী শরীফ খতম সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

কুলাউড়ায় নান্না পীরের বাড়িতে খতমে বোখারী শরীফ খতম সম্পন্ন

  • মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

এইবেলা কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা মোঃ নান্না মিয়া পীরের নিজ বাড়িতে খতমে কোরআন শরীফ, খতমে বোখারী শরীফ, খতমে খাজেগান শরীফ ও মিলাদ শরীফ সম্পন্ন হয়েছে।

(২১ ফেব্রুয়ারি) সোমবার হযরত বড়পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী (রহঃ), হযরত খাজা মঈন উদ্দিন চিশ্তী (রহঃ), হযরত আহমদ ফারুক সিরহিন্দী মুজাদ্দিদে আলফে ছানি (রহঃ), হযরত খাজা বাহাউদ্দিন নক্সবন্দ (রহঃ), হযরত শাহজালাল (রহঃ), হযরত শাহ্ পরান (রহঃ), হযরত শাহ মালুম (রহঃ), হযরত শাহ মোস্তফা (রহঃ), হযরত শাহ্ কালা (রহঃ), হযরত শাহ খাকি (রহঃ), হযরত শাহ কামাল (রহঃ), হযরত শাহ সুন্দর (রহঃ) ও ৩৬০ আউলিয়াগন এবং হযরত বায়োজিদ বোস্তামী (রহঃ), হযরত শাহ আমানত (রহঃ), হযরত পীর খানজাহান আলী (রহঃ), হযরত শাহ সুলতান বলকী (রহঃ), হযরত শাহ মখদুম (রহঃ), হযরত শাহ ইয়াকুব (রহঃ), হযরত শাহ মঞ্জুর (রহঃ), হযরত রহমত শাহ (রহঃ), হযরত শাহ আনবুলা (রহঃ), হযরত বন্দে আলী শাহ (রহঃ), হযরত সৈয়দ আলী (রহঃ), হযরত খন্দকার (রহঃ), হযরত ছবিল শাহ (রহঃ), হযরত শাহ রমুজ আলী শাহ (রহঃ), হযরত শাহ ইসরাইল (রহঃ), শামছুল উলামা আলামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ), ওলীয়ে কামিল আলামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহঃ), হযরত ছরবর খাঁ পীর সাহেব (রহঃ), হযরত নিলাম বাজারি ছাহেব (রহঃ), হযরত ছাতাপীর সাহেব (রহঃ), হযরত খন্দকার ছালিক পীর সাহেব (রহঃ), ভাটি বাংলার কুতুব আল্লামা হযরত আব্দুর রহিম বড় হুজুর (রহঃ), হযরত আব্দুল্লাহ (রহঃ), হযরত খাতাই পীর সাহেব (রহঃ), হযরত কবির পীর সাহেব (রহঃ)সহ সমস্ত জাহানের পীর ওলী, আউলিয়া, গৌছ-কুতুব আবদাল মযজুব ও দরবেশগণের ও তামাম জাহানের সকল মুমিন-মুমিনাতগণের ইছালে ছওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় প্রথমে কোরআনে খতম, পরে ১৪০ জন কামিল পাশ মাওলানা একত্রে বুখারী ৫ খতম পড়েন। দুপুর ২টায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা শামছুল ইসলাম।

মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,  জালালপুর জালালিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা কবিরুজ্জামান নিজামী, রবিরবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, ভূকশিমইল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম এ বজলুল হক, হিঙ্গাজিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মুন্তাকিম, বড়লেখা তালিমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ফারুক আলী সুন্দর, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস ছালাম, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি  আজিজুল ইসলাম, সাংবাদিক শরীফ আহমেদ, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, ইউপি সদস্য রাজিব আহমদ, সাংবাদিক বশির আল ফেরদৌসসহ সিলেট বিভাগের বিশিষ্ট আলিম উলামা, ইসলামিক ব্যক্তিত্ব, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মাহফিলের সমাপ্তি করেন মোঃ নান্না মিয়া পীর।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews